সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারকালে সেন্টমার্টিন উপকূল থেকে ১৬৭ জন রোহিঙ্গা ৪২ জন বাংলাদেশিকেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
বুধবার (৮ এপ্রিল) রাতে সেন্টমার্টিন থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় পাচারকারী চক্রের ১২ সদস্যকে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
ওসি জানান, সেন্টমার্টিনে টহল দেওয়ার সময় কোস্টগার্ড সদস্যরা দেখতে পান যে, একটি পুরাতন ইঞ্জিনচালিত কাঠের বোট দিয়ে কিছু লোককে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে।
বোটটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের পিছু নেয় কোস্টগার্ড। এরপর রাত সাড়ে ৮টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের পূর্ব পাশে এটি আটক করা হয়।
পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বোটে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন, তাদের অবৈধভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া নিয়ে যাওয়া হচ্ছে।
উদ্ধারকৃতদের মধ্যে রোহিঙ্গাদের পুরুষ-৬৭, নারী ৭২ এবং শিশু ২৮ জন। আর বাঙালি পুরুষ ছিলেন ৪২ জন।
অন্যদিকে গত সোমবার সেন্টমার্টিন উপকূল থেকে বোটসহ ২২১জন মালয়েশিয়াগামীকে উদ্ধার করে কোস্টগার্ড। এই ঘটনায় ১৮জন দালালের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।